বাংলাহান্ট ডেস্কঃ রবিবার বাংলার (West bengal) বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে। এদিকে আবার সোমবার থেকে আবহাওয়ার (Weather) কিছুটা হলেও পরিবর্তন হওয়ার আভাষ দিয়েছিল আবহাওয়ার দফতর। তবে বর্জ্রগর্ভে মেঘ জমা থাকায় আজ বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির পূর্ভবাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। আবার চড়বে উষ্ণতার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তি ঘিরতে পারে কলকাতাকে। তবে আজ বেশ কয়েকটি এলাকায় খুবই সামান্য বৃষ্টি এবং ঝড়ের আভাষ দিল আবহাওয়া দফতর।
শহরের তাপমাত্রা
সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের তাপমাত্রার খুব একটা হেরফের হয়ত লক্ষ্য করা যাবে না। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সকালের দিকে মেঘলা আকাশ বিরাজ করলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় ঝড় সেইসঙ্গে বজ্রপাতযুক্ত বৃষ্টিও হওয়ার সম্ভাবনার কথা জানান দিল হাওয়া অফিস।
আবহাওয়ার পরিবর্তন
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুএক পশলা বৃষ্টির মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন ঘটে ফের গরম পড়তে পারে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বুধবার অবধি চলতে পারে এই বৃষ্টি।