বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি, বাংলায় হালকা বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণের জেলাগুলিতে আবারও ফিরে আসছে আদ্রতাযুক্ত আবহাওয়া (Weather)। সকাল থেকেই অনুভূত হচ্ছে আদ্রতা জনিত অস্বস্তি। রোদও উঠেছে বেশ জোরকদমে। টেস্ট ম্যাচ খেলে কিছুটা বিরতি নিয়ে আবারও উত্তরে রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

0000 2 1024x632 2

মৌসুমী অক্ষরেখার অবস্থান
হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।

Weather pic 1910110609

শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে রোদের ছটা দেখা যাচ্ছে। সেইসঙ্গে বাতাসে আদ্রতার ভাগও রয়েছে বেশি পরিমাণে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে ঝলমলে রোদ বিরাজ করলেও, হালকা বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। তবে দিনের বেশিরভাগটাই থাকবে মেঘলা আকাশ।

rain 222222222222222

রবিবার থেকে উত্তরে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। সেইসঙ্গে রবিবার এবং সোমবার নাগাদ কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি আরও ৫ জেলায় প্রবল বর্ষণের আভাষ দিচ্ছে যাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই বেশি সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর