মেঘে ঢাকছে পুরো বাংলা, কিছু ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টিঃ আবহাওয়ার খবর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরে আবহাওয়ার (Weather) পরিবর্তন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। কয়েকটি জেলায় চলছে ভারী বৃষ্টিপাত। চলবে এই সপ্তাহজুড়েই। কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন ধরে বৃষ্টির দেখা না মিললেও সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত।

ঘূর্ণিঝড়ের আশঙ্কা
আবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিমি থেকে ৭.৬ কিমি পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার উপকূলে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আই এম ডি। তবে এখনই ভয়ের কোন কারণ নেই। তবে কয়ক ঘণ্টার মধ্যেই জানা যাবে, আদৌও এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা।

শহরের তাপমাত্রা
শুক্রবার সকালে কলকাতা (Kolkata) শহরের সামান্য মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ভ্যাপসা গরম অনুভব করছে রাজ্যবাসী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা হেরেফের লক্ষ্য করা নাও যেতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও, গরমও অনুভূত হছে বেশ ভালোই। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

রাজ্যে বৃষ্টি
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে সপ্তাহভোর। কখনও রোদ কখনও বৃষ্টি, এভাবেই চলবে আবহাওয়ার খেলা। তবে সামান্য হলেও বাড়বে আবার উষ্ণতার পারদ।

সম্পর্কিত খবর

X