উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে আশঙ্কা কমঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) উত্তরের জেলাগুলির আবহাওয়ায় (Weather) রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। কিন্তু উল্টো দিকে দক্ষিণের জেলাগুলিতে সেভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমি অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থান এবং জলীয় বাস্পের ফলে উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ।

Rain in Kolkata2 2

শহরের তাপমাত্রা
সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে রোদের ছটা দেখা যাচ্ছে। সেইসঙ্গে বাতাসে আদ্রতার ভাগও রয়েছে বেশি পরিমাণে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে ঝলমলে রোদ বিরাজ করলেও, বেলার দিকে বজ্রপাত যুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rainfall2 630x420 1

উত্তরে বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, আগামী ২৮ শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে প্রবল বর্ষণের মুখোমুখি হবে উত্তরবঙ্গ। হিমালয় সংলগ্ন অঞ্চলে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা।

rain j

জারী হল সতর্কতা
ক্রমাগত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার ফলে, সেখানে সতর্কতা জারী করা হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা এভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকলে পাহাড়ী এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাবে। সেইসঙ্গে রয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর