বাংলার এই জেলাগুলোতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়ার খবর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কয়েকদিনের মনশুন ব্রেক নিলেও, আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটাতে বাংলায় (West bengal) প্রবেশ করেছে বর্ষা। বদল ঘটেছে অক্ষরেখার। উত্তরবঙ্গকে পার করে এবার দক্ষিণবঙ্গের দিকে বাঁক নিচ্ছে মৌসুমি বায়ু। অবস্থার পরিবর্তন ঘটিয়ে এবার দক্ষিণবঙ্গে ম্যাচ শুরু হওয়ার পালা।

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ
দু এক পশলার বৃষ্টিতে যে আদ্রতা জনিত অস্বস্তি তৈরি হয়েছিল বাংলার আবহাওয়ায়, তা শনিবার রাতের বৃষ্টিতে কিছুটা হলেও কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে, এবার দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার পরিমাণ।

শহরের তাপমাত্রা
রবিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা। শনিবার শেষ রাতে বৃষ্টিও হয়েছে এক প্রস্থ। সকাল থেকেই গুমোট গরমের বদলে একটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় আজ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে হাওয়া অফিস।

বৃষ্টি আশঙ্কিত এলাকা
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশয়াপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাষ।

সম্পর্কিত খবর

X