নিম্নচাপের জেরে এই কয়েকটি জেলায় চলবে লাগাতার বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আবহাওয়া (Weather)। বর্ষা রাজ্যে (West bengal) প্রবেশ করেও, যেন নিজের রূপ দেখাতে বিড়ম্বনা করছে। প্রতিদিনই দুএক প্রস্থ বৃষ্টিতে যেন আরও আদ্রতা বৃদ্ধি পাচ্ছে বাতাসে। বাড়ছে ভ্যাপসা গরমও। প্রকৃতি কিছুতেই যেন ঠাণ্ডা হতে চাইছে না। তবে আগামী কয়েকঘন্টার মধ্যে বৃষ্টি আসন্ন জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে জলমগ্ন করে এবার দক্ষিণবঙ্গকে ভাসানোর পালা। বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। নামবে তাপমাত্রার পারদও।

rain kolkata

শহরের তাপমাত্রা
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চালু হয়েছে, জারী থাকবেও। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং সেইসঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে হাওয়া অফিস।

rain1 1

কোথায় কেমন বৃষ্টি হবে?
মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আরও জানাচ্ছে, বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের পাশাপাশি দক্ষিণেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর