কলকাতায় এদিন থেকে ঝেঁপে নামবে বৃষ্টি, কমলা সতর্কতা জারি হল উত্তরবঙ্গেও

বাংলাহান্ট ডেস্ক : অশনি সেভাবে প্রভাব ফেলতে পারেনি বাংলায়। কিন্তু ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। তাই এবার সেই প্রাক বর্ষার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হল কমলা সতর্কতা।

শনিবার অবধিও কালবৈশাখিতে ভিজেছে শহর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। ফলে অনেকটাই কম তাপমাত্রা। রবিবারও আংশিক মেঘাচ্ছন্ন ছিল শহর কলকাতার আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। বৃষ্টি র সঙ্গে সঙ্গেই বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। এর আগে অবশ্য সোমবারও বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।

অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। রবিবার থেকে মঙ্গলবার অবধি অতিভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ফলে আগামী ১৭ মে অবধি এই দুই জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। একই সঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও চলবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়িতেও চলবে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।

আগামী ২৪ ঘন্টার মধ্যেই আন্দামানে প্রবেশ করবে মৌসুমী বায়ু। ফলে কার্যতই প্রাক বর্ষা সমাগত বাংলায় দুয়ারে। আর তার জেরেই আগামী কয়েকদিন দুর্যোগের আশঙ্কা গোটা রাজ্য জুড়েই। গরমের ছুটিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভীড় জমিয়েছেন মানুষ। ফলে পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তাঁদের প্রভূত সমস্যায় পড়তে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির জেরে ধস এবং হড়কা বানের মতন বিপর্যয় গুলি নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক থেকে স্থানীয় মানুষ, সকলকেই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর