বাংলা হান্ট ডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রকোপও কেটে গিয়েছে। রাত বাড়লেই হালকা শীতের (Winter) আমেজ টের পাচ্ছে শহরবাসী। সকাল হলেই শিশিরও দেখা যাচ্ছে। উত্তর দিক থেকে আসছে হালকা হাওয়া। এসবই শীত আসার পূর্ব লক্ষণ। কিন্তু শীত কবে পড়বে পাকাপাকিভাবে? হাওয়া অফিস (Weather Update) কী জানাচ্ছে?
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীতের আমেজ বাড়বে বিভিন্ন জেলায়। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা (Temperature) আরও কিছুটা কমতে পারে। সোমবার পর্যন্ত হালকা শীতের আমেজ ক্রমশ বাড়বে। সকাল-সন্ধেয় হালকা মনোরম পরিবেশ থাকবে। উত্তুরে হাওয়াও ঢুকবে রাজ্যের দিকে। তবে বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
লক্ষ্মীপুজোর (Laxmi Puja) আবহাওয়াও শুষ্কই থাকবে প্রধানত। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকবে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উল্লেখ্য, গতকালের থেকে এদিন রাতের তাপমাত্রা ১ ডিগ্রির বেশি কমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১ এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ থাকবে আংশিক মেঘলা।
যদিও পাকাপাকিভাবে শীত কবে বঙ্গে (West Bengal Winter Update) প্রবেশ করছে তা নিয়ে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মনে করা হচ্ছে, কালীপুজো ও দীপাবলির (Diwali) সময় কলকাতা (Kolkata) তথা রাজ্যে শীতের দাপট বাড়তে পারে।