খেল দেখাচ্ছে নিম্নচাপ! ঢাকা থেকে মাত্র ১০০ কিমি দূরেই অবস্থান! প্রবল বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : সাইক্লোন রেমেল শক্তিক্ষয় করে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সেই নিম্নচাপটি অগ্রসর হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আবহাওয়া অফিস বলছে শেষ ছয় ঘন্টায় এটি অগ্রসর হচ্ছে ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে। বর্তমানে এই নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে।

ওয়েদার (Weather) রিপোর্ট অনুযায়ী, এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) উত্তরের একাধিক জেলায় বৃষ্টির জন্য জারি করেছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কেটে গেলেও, আজ সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘের ঘনঘটা।

   

আরোও পড়ুন : হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা! প্রকাশ্যে এই ৫ দেশের চমকে দেওয়া রিপোর্ট, কোন পজিশনে ভারত ?

উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে।উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। 

weather 91

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। হাওয়া অফিস জানাচ্ছে, এরপর  উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি চলবে আগামী 29 তারিখ থেকে 2 জুন পর্যন্ত। আবহাওয়া দপ্তর বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ জুড়ে আগামী ২ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর