দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা! দিঘাতেও বিরাট বদল, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শেষে আবারও দক্ষিণবঙ্গে প্রবাল ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে গরম বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। যদিও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরের দিকে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপাতত মিলবে না কোন স্বস্তি। উপরন্ত বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দুই থেকে তিন দিনে কেরল সহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। একথা জানিয়েছে দিল্লির মৌসম ভবন।সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জনের মধ্যে বাংলায় প্রবেশ করবে বর্ষা। 

আরোও পড়ুন : যাদবপুরে ঘাসফুলকে উপড়ে পদ্ম ফোটানোর ডাক নমোর!দেখুন, জিতলে কী করবেন বিজেপির অনির্বাণ

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে ঝড়ো হাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ সহ দমকা ঝড়ো হাওয়া বইছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা রাজ্যের সর্বত্রই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দীঘা সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে। 

Untitled design 7 5

বৃহস্পতিবার বিকেলের পর থেকে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দীঘা হাওয়া অফিস। জারি করা হয়েছে এমনকি বজ্রপাতেরও সতর্কতা। এদিন দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। সপ্তাহের শেষ পর্যন্ত দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর