বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department)। জানা গেছে, আগামীকাল অর্থাৎ রবিবার বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর সাথে রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
সেই কারণেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এরই সাথে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতের সমতল অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে হালকা বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু জায়গায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে কিছুটা করে পরিবর্তন হবে আবহাওয়ার।
আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রির আশেপাশে।