বাংলাহান্ট ডেস্ক : আজ রাখি পূর্ণিমা। কালকেও রাখি পূর্ণিমার জন্য শুভ সময় থাকবে। এবার দু’দিন মিলিয়ে এবার পড়েছে রাখিপূর্ণিমা। রাখি উৎসবকে কেন্দ্র করে বাংলার ঘরে ঘরে নানান উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তাই এই দুদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, তা দেখে নিন। মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বুধবার কেবলমাত্র পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকী অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
আরোও পড়ুন : আম গাছের নিচে বসে অন্ধ, বোবা, খোঁড়া আর বধির! ফল পড়লে কে আগে তুলবে?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বৃষ্টিপাত হবে না বললেই চলে। এদিকে, বৃহস্পতিবার দিন প্রায় সব জেলাতেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে।
আরোও পড়ুন : এবার বন্দে ভারতে করে বনগাঁ থেকে চলে যাওয়া যাবে দিঘা! বড় আপডেট দিল রেল
দক্ষিণবঙ্গের পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এছাড়াও, সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার ক্ষেত্রেও। আবার বৃহস্পতিবার এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, কালিম্পঙের একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৭০-১১০ মিলিমিটার। রাখিপূর্ণিমার দিন কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার তেমন বৃষ্টি হবে না মহানগরীতে। বৃহস্পতিবার একটি বা দুই পশলা বৃষ্টি হতে পারে।