দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উধাও শীত। বেশ খানিকটাই চড়েছে শহর কলকাতার পারদ। একই সঙ্গে সপ্তার মাঝখানেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা। কিন্তু কবে থেকে আবার রাজ্যে ফিরবে শীতের আমেজ? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গেই পারদও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহ বিদরা।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা ২৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা ১৬° সেলসিয়াস
আদ্রতা ৯০%
বাতাস ১৩কিমি/ঘন্টা
মেঘে ঢাকা ৯০%
আজকের আবহাওয়া
আজকেও মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬° সেলসিয়াস। শনিবার সারাদিন জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি পাত হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়,এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। রাজ্যে কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলেই জানা যাচ্ছে। যদিও আগামী কাল থেকে উন্নতি হবে রাজ্যের আবহাওয়ার।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে শনিবার। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু এলাকায়। তবে রবিবার থেকে আরও কমবে পাহাড়ের পারদ।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩°সেলসিয়াস। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির ফলে সপ্তাহন্তে রোদের মুখ দেখবে তিলোত্তমা এমনটাই আশা করা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে ।