বাংলাহান্ট ডেস্কঃ কয়েক ঘন্টার মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত (rain) হতে পারে কলকাতা( kolkata) সহ দক্ষিণ এর জেলা গুলিতে, আবহাওয়া দপ্তর ( weather office) সূত্রে জানা যাচ্ছে এমনটাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টি হবার আশা প্রায় ৫০ শতাংশ। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। ইতিমধ্যেই শহরের আকাশে বিচ্ছিন্ন ভাবে লক্ষ্য করা গেছে মেঘের উপস্থিতি।
গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হবার সম্ভাবনা বর্তমান।
পাশাপাশি, আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লির তাপমাত্রা দ্রুত বাড়বে। ১৫ ই এপ্রিলের মধ্যে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি নীচে ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘগুলি প্রতিদিন আংশিক মেঘলা থাকতে পারে।
উত্তর ভারতে আবার একটি সক্রিয় পশ্চিমা বায়ু প্রবেশ করার কারনে, ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দিল্লি-এনসিআর-এ আবহাওয়া আবার ফিরতে চলেছে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রবিবার দিনভর মেঘলা থাকতে পারে দেশের রাজধানীর আকাশ।