রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল রাতভর দক্ষিণ বঙ্গের বিভিন্ন অংশ লক্ষ্য করা গেছে বিদ্যুৎ এর। যদিও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন ভাবে কিছুই পাওয়া হয়নি কলকাতাবাসীর। উল্টে আজ সকাল থেকে জলীয় বাস্পের কারনে রয়েছে ভ্যাপসা গরম। যদিও আজ সন্ধ্যে বেলাতেও কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।

weather 1907270303 1907270622

পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ নেই কোনো নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে গোটা উত্তর বাংলাতেই

শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কিন্তু আংশিক রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে জানিয়ে দিল আবহাওয়া দফতর (Weather office)। এরই সাথে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, দেশজুড়ে চরম গরমের মধ্যেও স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় কেরল, কর্ণাটক ও ছত্তিশগড়ের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। ১৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ অঞ্চলে। হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডের বেশ কিছু অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা বর্তমান।

সম্পর্কিত খবর