বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে শহর কলকাতার তাপমাত্রা কমেছে অনেকটাই। স্বস্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া সূত্রের খবর, আরো কিছুদিন চলবে বৃষ্টির দাপট । আজও রাজ্যের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার। আবার, শনিবার দিন ওইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবার নতুন সপ্তাহেও থাকবে ঝড়ের আবহাওয়া। সোমবার হতে পারে প্রবল ঝড় বৃষ্টিসহ বজ্রপাত।
শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝড় বৃষ্টির ফলে এপ্রিলের প্রবল গ্রীষ্মের মধ্যেও কলকাতার আবহাওয়া বেশ নিম্নগামী। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আজও রাজধানী দিল্লি সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া বিভাগ। মঙ্গলবারের দমকা বাতাসের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের রাজধানীতে। পাশাপাশি, মধ্যপ্রদেশ, হাতিসগড়, তেলঙ্গানা এবং ওডিশা পূর্ব পূর্ববর্তী ভারতের বহু রাজ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখন্ডে তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বঙ্গ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,ত্রিপুরা, অসম,মেঘালয়, কেরাল এবং কর্ণাটক রাজ্যেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।