রেডি রাখুন ছাতা-রেনকোট! বঙ্গজুড়ে অ্যাকশনে নামছে বৃষ্টি, অবশেষে মিলল স্বস্তির আপডেট

বাংলা হান্ট ডেস্ক: কয়েকদিনের বৃষ্টির (Rainfall) পরে ফের বেড়েছে গরমের দাপট। এমতাবস্থায়, কবে থেকে বৃষ্টি শুরু হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট (Weather Update) সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আজ থেকেই উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের পূর্বাঞ্চলের ডি ডি জি এম সোমনাথ দত্ত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।

এদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এমতাবস্থায়, নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম সহ দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে হতে পারে বৃষ্টি। এদিকে, আগামী শনিবার উত্তরবঙ্গের সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে। তবে রবিবার, উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Weather Update Rain is starting again in West Bengal.

এদিকে আগামী ২০ তারিখ অর্থাৎ ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকায় কমতে পারে তাপমাত্রা। এদিকে, বইবে শীতল বাতাসও। এমতাবস্থায়, ভোটের আবহে পরিবেশ থাকবে মনোরম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কিন্তু বিপর্যয়ের চেহারা নেবে না। বরং, ২১ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে, দক্ষিণবঙ্গে বজায় থাকবে বৃষ্টিপাত।

আরও পড়ুন: হেলমেট না পরে গাড়ি চালানোয় ১,০০০ টাকার জরিমানা ব্যক্তির! তারপরে যা হল….

এদিকে, আগামীকাল উত্তরবঙ্গের দুই দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও বজায় থাকবে গরমের রেশ। রবিবার, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে দাপট দেখাতে পারে দমকা হাওয়া। পাশাপাশি ওই দিন, পার্বত্য জেলায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সাথে হতে পারে বৃষ্টি। ২১ তারিখে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সতর্ক করেছিলেন বাইডেন! এবার কর্মীদের চিন ছেড়ে অন্য দেশে বসতি স্থাপনের নির্দেশ দিল Microsoft

এদিকে, নিম্নচাপের প্রসঙ্গে জানা গিয়েছে যে আগামী ২৩ উষ্ণ থাকায় তার ওপর মৌসুমী বায়ু সরাসরি আন্দামান সাগরে পৌঁছে যাবে। যার ফলে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে, শক্তি বৃদ্ধি করে সেটি নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এমতাবস্থায় সমগ্র সিস্টেমটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর