পৌষের শেষ লগ্নে ঝিমিয়ে ঠান্ডা, মাঘের শুরুতেই বড় পরিবর্তন! আবহাওয়া নিয়ে সর্বশেষ আপডেট ওয়েদার অফিসের

বাংলা হান্ট ডেস্ক : এক লাফে কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রি। শনি, রবিবার আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা (Weather Report) বাড়বে বলে জানা যাচ্ছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে। সোম ও মঙ্গলবার সামান্য তাপমাত্রা কমতে পারে। আজ ও কাল  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা সতর্কতা। ঘন কুয়াশায় ঢাকতে পারে মুর্শিদাবাদ জেলাতেও। সপ্তাহের শেষের দিকে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৮.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৭%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%

আজকের আবহাওয়া : কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালে থাকবে হালকা কুয়াশার দাপট। এই মুহুর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে। সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় ঠান্ডা অনেকটাই কমবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।

Untitled design 2022 09 08T085548.098

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ার জেলাতেও ঘন কুয়াশা থাকবে। পৌষ মাস জুড়েই উত্তর ভারত জুড়ে কুয়াশার দাপট বেড়েছে। ঘন কুয়াশার কারণে ব্যহত হয়েছে জনজীবন। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট এতটাই ছিল যে উত্তরবঙ্গের জনজীবন ব্যহত হয়েছে।

দক্ষিণবঙ্গে আরো বাড়তে চলেছে তাপমাত্রা। শনিবার সব থেকে বেশি তাপমাত্রা হতে পারে বলে জানা যাচ্ছে। রবিবারেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। জেলায় শীতের আমেজ থাকলেও কলকাতা বা শহরতলীতে শীতের আমেজ দিনের বেলায় অনেকটাই কমতে পারে। শুক্র ও শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণা বাতাসের প্রভাব থাকবে। উত্তরে বাতাস কার্যত থমকে গেছে। সোমবার থেকে আবারও উত্তরে বাতাস বইবে। সেই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে থাকবে। কলকাতায় দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কিন্তু মাঘ পড়তেই আবারও হুহু করে নামতে শুরু করবে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আরও একবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

Sudipto

সম্পর্কিত খবর