বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই পারদ নেমেছে রাজ্যের জেলাগুলিতে। এবার আগামী ২-৩ দিন আরও খানিকটা কমবে তাপমাত্রা। ফলে কার্যতই এবার জাঁকিয়ে শীত পোহাবে রাজ্যবাসী। যদিও এই শীত কতখানি দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১২° সেলসিয়াস
আদ্রতা : ৯৪%
বাতাস : ১১.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৬%
আজকের আবহাওয়া
আপাতত বিদায় নিয়েছে ঘূর্ণাবর্ত। তাই আজ থেকেই বদলাবে রাজ্যের আবহাওয়া। আবারও লাফিয়ে নামবে রাজ্যের পারদ। আগামী ৩-৪ দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই খবর। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে মে ২২° সেলসিয়াস এবং ১২° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯৪%। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩° সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১° ডিগ্রি বেশি।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আরও কমতে চলেছে উত্তরবঙ্গের তাপমাত্রা। আজ দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিং এ পূর্বাভাস রয়েছে তুষারপাতের৷ আগামীকাল থেকে হিমালয় পাদবর্তী ৫ জেলায় ব্জ্র বিদুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও রোদের মুখ দেখবে বাকি সবকটি জেলাই।
দক্ষিনবঙ্গে আগামী ২৯ তারিখ অবধি শুকনো থাকবে প্রতিটি জেলা। কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আগামী এই ১-২ দিনেই কমবে দক্ষিনবঙ্গের পারদ। তাপমাত্রা কমবে এখনের চেয়ে প্রায় ২-৩°।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১° সেলসিয়াস। আজ থেকেই উন্নতি হচ্ছে আবহাওয়ার। মহানগরীতে ঘটবে পারদ পতন। কুয়াশা থাকলেও মিলতে পারে রোদের দেখা।