বাংলা হান্ট ডেস্ক: ফের আসছে শীত। সাথে থাকছে বৃষ্টিও। আজও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কোথায় কোথায় বৃষ্টি হবে? জানুন আবহাওয়া দপ্তরের (Weather Update) আপডেট।
আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আজ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে। বৃহস্পতি ও শুক্রবার আকাশ মেঘে ঢাকা থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায়। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
ডিসেম্বরের যেখানে শীতের ধাক্কা দেওয়ার কথা সেখানে বৃষ্টিতে নাকাল হতে হচ্ছে মানুষজনকে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা। ডিসেম্বর চলে এলেও জাঁকিয়ে শীত আসেনি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল। যদিও আগামীকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কমতে শুরু করবে।
আরও পড়ুন: আজকের রাশিফল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় প্রেমের জীবনে নয়া চমক চার রাশির
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে। গতকালও কিছু অংশে বৃষ্টি হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৮ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে শীতের স্পেল শুরু হয়ে যাবে। নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তাই শীত বস্ত্র নিয়ে রেডি থাকুন।
উত্তরবঙ্গের আবহাওয়া: সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই এই সপ্তাহে।