আবহাওয়ার খবর : আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, দেখে নিন কোন কোন রাজ্যে হবে বৃষ্টি

 

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যবাসী তারিয়ে তারিয়ে শীতের আমেজ উপভোগ করার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে অবশেষে বিদায় নিতে চলেছে শীত। আজ প্রায় ২ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আকাশ পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও সকালের দিকে সামান্য কুয়াশাচ্ছন্ন হতে পারে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি উপরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি। তবে আরও এক পশ্চিমী ঝঞ্জার সৃষ্টি হয়েছে।

IMG 20200216 183352

এই পশ্চিমী ঝঞ্জা মঙ্গল বুধবার নাগাদ আসতে চলেছে কাশ্মীরে।এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আগামী সপ্তাহে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এখন দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না আগামী ৪৮ ঘণ্টায়। উত্তুরে হাওয়া এখনো নিজের অস্তিত্ব জানান দেওয়ার ফলে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর