দক্ষিণবঙ্গে শীতের আগমন কবে? বড়সড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্তমানে মনোরম আবহাওয়া। রাতের দিকে শীত শীত (Winter) অনুভূত হচ্ছে। চাদর ছাড়া ঘুম আসছে না। সকাল হলেই শিশিরও দেখা যাচ্ছে। উত্তর দিক থেকে আসছে হালকা হাওয়া‌। কিন্তু এরই মধ্যে প্রশ্ন, বঙ্গে (West Bengal Winter) শীত কবে পড়বে পাকাপাকিভাবে?

আর কয়েকদিন পরই নভেম্বর মাস। শীতের আগমনী নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে শীতের আমেজ বাড়বে বিভিন্ন জেলায়‌। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা (Temperature) আরও কিছুটা কমতে পারে‌। উত্তুরে হাওয়াও ঢুকবে রাজ্যের দিকে।

মৌসম ভবন (IMD) জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত হালকা শীতের আমেজ ক্রমশ বাড়বে রাজ্যে। শনিবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী দু’দিনে আরও কিছুটা কমতে পারে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

Winter Solstice Sunset Kolkata 2011 12 22 7700

আলিপুর আবহাওয়া দফতর শনিবার বুলেটিনে জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী দু থেকে তিন দিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। তারপর দু-তিন দিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি বাড়বে। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমলে বিভিন্ন জেলার পারদ ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। ফলে পাকাপাকিভাবে ঠান্ডা না পড়লেও কার্তিক মাসেই শীতের প্রথম স্পেল অনুভব করতে পারবে রাজ্যবাসী। তবে শীত পাকাপাকিভাবে কবে বঙ্গে পড়বে তা নিয়ে এখনও কোনও সদুত্তর দিতে পারেনি হাওয়া অফিস।

Avatar
Monojit

সম্পর্কিত খবর