ডোনা মিষ্টি নাকি তেঁতো? ‘দাদাগিরি’র মঞ্চে স্ত্রীকে নিয়ে বড় খোলাসা করলেন সৌরভ

বাংলা হান্ট ডেস্ক : সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) প্রেমের গল্প তো কারোরই অজানা নয়। তিনি ২২ গজে যেমন রাজত্ব করেছেন তেমনই শহর দাপিয়ে প্রেমও করেছেন। লুকিয়ে লুকিয়ে প্রেম, বিয়ের পর ২৭ বছরের সংসার জীবনও কাটিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে ক্রিকেটের মাঠ থেকে বহুদূরে থাকলেও ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে ঝেড়ে ব্যাটিং করছেন। অন্যান্য সিজনের মত নয়া সিজনেও হট টপিক সৌরভ-ডোনার লাভস্টোরি।

ডোনা হয়ত সবসময় স্টেজে উপস্থিত থাকেননা তবে তাকে নিয়ে চর্চা চলতেই থাকে। বারংবার উঠে আসে সৌরভের ম্যাডামের গল্প। কখনও সৌরভ নিজেই জানান আবার কখনও বা প্রতিযোগীরা ডোনার প্রসঙ্গ উত্থাপন করেন। ‘দাদাগিরি’র মঞ্চেই বহুবার বউ-এর একাধিক সিক্রেট ফাঁস করেছেন সৌরভ। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

   

উল্লেখ্য, কিছুদিন আগেই ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিল জি বাংলার ‘নিম ফুলের মধু’ পরিবার। ‘তেতোটুকু পার করলেই, পাবে মিঠের হদিশ’ শুরু থেকে এটাই হল এই সিরিয়ালের ট্যাগ লাইন। আর সেই ট্যাগলাইন ধরেই সৌরভের সামনে প্রশ্ন রেখেছিলেন সৌমি চক্রবর্তী ওরফে রুচিরা। চয়নের বান্ধবীর প্রশ্ন, ‘তোমার জীবনে এমন কোনও (লাভ) স্টোরি আছে, যেটা প্রথমে ছিল তেঁতো তারপর আস্তে আস্তে মিষ্টি হয়েছে’?

আরও পড়ুন : ‘ভীষণ ইচ্ছে…’, প্রসেনজিৎ-র কাছে বিশেষ আবদার মমতা ব্যানার্জির! মুখ খুললেন বুম্বাদা

জবাবে প্রিন্স অফ ক্যালকাটা বলেন, ‘পার্সোনাল লাইফে তো এমন কোনও স্টোরি নেই। ম্যাডাম প্রথম থেকেই মিষ্টি’। একথা কারোরই অজানা নয় যে, সৌরভের কাছে তার পরিবারের গুরুত্ব ঠিক কতখানি। ম্যাডাম অন্ত প্রাণ সৌরভ স্ত্রী এবং মেয়ে সানাকে ঘিরেই বাঁচেন। পাশের বাড়ির মেয়ে ডোনার পরিবারের সাথে একেবারেই ভালো সম্পর্ক ছিলনা গাঙ্গুলি পরিবারের। এমন পরিস্থিতিতে বিয়েটা মোটেও সহজ ছিলনা।

আরও পড়ুন : মুকেশ আম্বানি পড়েছেন মহা বিপদে! রিলায়েন্সের চেয়ারম্যানের সঙ্গে ঘটে গেল ভয়ানক কাণ্ড

 

তবে প্রেমের বিষয়ে সৌরভ বরাবরই সাহসী। পরিবারের চাপে প্রেমিকার হাত ছেড়ে দেবেন এটা তো হতে পারেনা। তাই তো সাল ১৯৯৬ তে লুকিয়ে লুকিয়ে আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন সৌরভ। প্রায় এক বছর পর্যন্ত বিষয়টাকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তারা। এরপর সবটা জানাজানি হতেই সামাজিক রীতি মেনে চারহাত এক হয় দুজনের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর