বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া আসায় বাধা পাচ্ছে। তবে আবহাওয়াবিদদের তরফ থেকে আগে জানানো হয়েছিল, এ বছরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। তার পাশাপাশি রয়েছে। জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কাও। পাশাপাশি এ বছর আগের সমস্ত রেকর্ড ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়াবিদদের তরফ থেকে জানানো হয়েছিল, আজ থেকেই অনুভূতি হবে প্রথম শীতের আমেজ। কথামতো, আজ ভোর থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাজুড়ে হালকা শীতের একটা আমেজ লক্ষ্য করা যায়। এটা যেন এবছর জাঁকিয়ে শীত পড়ার আগাম জানান।
আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই কেটে যাওয়ার আশা রয়েছে নিম্নচাপের। এই নিম্নচাপের হাত ধরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এবছর বেশ ঠান্ডা অনুভূত করা যাবে বলে আশা করা যাচ্ছে।