আবহাওয়ার খবর : ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে চলতি সপ্তাহে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক : গোটা বছর ধরে সময় অসময় বৃষ্টি মানুষকে কিছুটা হলেও অভ্যস্ত করে ফেলেছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীতে বৃষ্টি অতঃপর বসন্তের শুরুতেও তার অন্যথা হয়নি।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বসন্তের শুরুতেও কলকাতা সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ খানেক এই বৃষ্টির আবহাওয়া থাকার পরে চলতি সপ্তাহে অর্থাৎ গতকাল এবং আজ থেকে পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। দুদিন ধরে লক্ষ্যও করা যাচ্ছিল তেমনটাই।

তবে চলতি সপ্তাহের শেষে ফের ভাসতে চলেছে কলকাতাসহ একাধিক জেলা। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, গতকাল রাত্রে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ঢুকেছে। এর জন্য জম্মু কাশ্মীর সহ পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

X