বাংলাহান্ট ডেস্ক : বিয়ে হল সাত জন্মের বন্ধন। চার হাত এক হওয়ার মাধ্যমে একত্রিত হয় দুটি মন। পুরনো দিন থেকে আজও, বিয়ের সম্বন্ধ বা ঘটকালি করার জন্য রয়েছে ঘটক। সময়ের সাথে তাল মিলিয়ে এখন রমরমা বেড়েছে বিভিন্ন ম্যাট্রিমনি সাইটের। তবে আজ আপনাদের এমন একজনের গল্প শোনাতে চলেছি, যিনি বিয়ে দেওয়া নয়, বিয়ে ভাঙার কাজ করেন।
চাহিদা বাড়ছে Wedding Destroyer’র
সোজা কথায় বলতে গেলে ভাঙচি দেওয়াই হল তার পেশা। সেই কাজের বিনিময়ে নেন পারিশ্রমিক। তবে কখনো কখনো এমন কাজের জন্য মারও খেতে হয় তাকে। স্বগর্বে এই ব্যক্তি নিজেকে ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’ বলে থাকেন। স্পেনে আজকাল বেশ জনপ্রিয় হয়েছে এই ধরনের বিয়ে পন্ডকারী পেশাদার। শুধু স্পেন নয়, ইউরোপের বিভিন্ন দেশেও চাহিদা বাড়ছে ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’দের।
বিয়ের আয়োজনের দায়িত্ব অনেকেই তুলে দেন ওয়েডিং প্ল্যানারদের হাতে। কীভাবে মণ্ডপ সাজানো হবে, অতিথিদের কেমন ভাবে অভ্যর্থনা জানানো হবে, এসব কিছুর দায়িত্ব নিয়ে থাকেন ওয়েডিং প্ল্যানাররা। তবে ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’দের (Wedding Destroyer) কাজ এর ঠিক উল্টো। টাকার বিনিময়ে এই ধরনের ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’রা ভেঙে দিয়ে আসেন বিয়ে।
আরোও পড়ুন : ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের প্রতি হচ্ছে অবিচার? উঠল বড় প্রশ্ন, হইচই শুরু অনুরাগীদের মধ্যে
স্পেনের যুবক আর্নেস্টো রেইনারেস ভারিয়ার এই ধরনের বিজনেস আইডিয়ার কথা মাথায় আসে একটি বিজ্ঞাপন দেখে। স্বঘোষিত ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’ (Wedding Destroyer) বা বিয়ে পণ্ডকারী আর্নেস্টোর কাছে বিয়ে ভাঙার অনুরোধ আসে পাত্র বা পাত্রীর কাছ থেকেই। চাহিদা এতটাই যে বছরের শেষ দিন অব্দি এখন বুকিং রয়েছে আর্নেস্টোর।
ফোন নম্বর সহ আর্নেস্টোর প্রথম বিজ্ঞাপন (Advertisement) ছিল, ‘‘যদি আপনার সন্দেহ থাকে বা বিয়ে করতে না চান এবং কী ভাবে প্রত্যাখ্যান করতে হবে জানেন না, তা হলে আর চিন্তা করবেন না, আমি আপনার বিয়ে ভেঙে দিয়ে আসব।’’ তারপর একের পর এক ফোন আসতে থাকে স্পেনের (Spain) যুবক আর্নেস্টোর কাছে। সেই শুরু।
তারপর রীতিমতো ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’ বা বিয়ে পণ্ডকারী হিসাবে আর্নেস্টোর ব্যবসা ফুলেফেঁপে উঠতে থাকে। আর্নেস্টোকে শুধুমাত্র বিয়ের সময় ও স্থান বলে দিতে হয়। তারপর সেখানে গিয়ে ভাঙছি দিয়ে বিয়ে ভেঙে দেন। সেখান থেকে পালিয়ে যান পাত্র বা পাত্রীকে নিয়ে। ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা আর্নেস্টো পারিশ্রমিক নেন এই কাজ করার জন্য।