সরকার বাড়িতে হইহই, বাবার বিয়ে দেখিয়ে দিল ঊর্মি!

বাংলাহান্ট ডেস্ক: ‘ঊর্মি (Urmi) হ‍্যায় তো সব মুমকিন হ‍্যায়’। সরকার বাড়ির সকলেই এটা এক বাক‍্যে স্বীকার করবে। সে যেমন কোনো মতে আইন পাশের নম্বর দিয়ে আদালতে সওয়াল করে টুকাই বাবুকে জামিন করাতে পারে, তেমনি ছোটকার বিরুদ্ধে ষড়যন্ত্রও ফাঁস করে দিতে পারে। মোদ্দা কথা, সরকার বাড়ির সব সদ‍স‍্যদের আপদে বিপদে ঊর্মিই ভরসা। এবার তার নতুন হুজুগ, বাবা ও রাগী আন্টির বিয়ে দেবে।

হ‍্যাঁ, ঠিকই ধরেছেন। এতক্ষণ ধরে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoy) সিরিয়ালের ঊর্মির কথাই বলা হচ্ছে। কিছুদিন আগেই সে স্বামী সাত‍্যকি ওরফে টুকাই বাবুর বিরুদ্ধে ভুয়ো শ্লীলতাহানির অভিযোগ ফাঁস করে দিয়ে তাকে জামিন দিয়েছে। এমনকি খলনায়িকা রিনির জারিজুরিও ফাঁস করে দিয়েছে ঊর্মিই। মুমু দিদির প্রেমের ব‍্যাপারটারও হিল্লে হয়ে গিয়েছে।

1628669658 new project 2021 08 11t134409 535
অনেকদিন পর সরকার বাড়িতে খুশির মেজাজ। বেকার শ্বশুরকে (যাকে ঊর্মি বাবা বলে ডাকে) রাজি করিয়ে এত বছর পর একটা চাকরিও পাইয়ে দিয়েছে ঊর্মি। এবার শাশুড়ি ওরফে রাগী আন্টি আর বাবার নতুন করে বিয়ে দেবে সে। তাও আবার দুজনের বিবাহ বার্ষিকীতে। আপাতত সেই প্রস্তুতিই চলছে সরকার বাড়িতে।

গোটা পরিবারকে বরপক্ষ আর কনেপক্ষে ভাগ করে দিয়েছে ঊর্মি। ছেলেরা সবাই কনেপক্ষ আর মেয়েরা সকলে বরপক্ষ। একেবারে মেয়ে দেখা থেকে শুরু করে বিয়ের সব আচার অনুষ্ঠানই মানা হবে, ঘোষনা করে দিয়েছে ঊর্মি। রঙ করা হচ্ছে বাড়ি। আমন্ত্রণ পত্রও পাঠানো হচ্ছে প্রতিবেশী দের বাড়িতে। সব মিলে হইহই পরিবেশ।

সিরিয়ালটি সেরা দশের টিআরপি তালিকায় জায়গা না পেলেও ‘এই পথ যদি না শেষ হয়’ এর ঊর্মি সাত‍্যকি জুটির আলাদা একটা ফ‍্যানবেস রয়েছে। দুই অভিনেতা অভিনেত্রীর অনস্ক্রিন রসায়ন বিশেষ পছন্দ দর্শকদের। এছাড়া ঊর্মি ওরফে অন্বেষা হাজরা ইতিমধ‍্যেই মন জয় করে নিয়েছেন সকলের। টেলি ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রীরা ভূয়সী প্রশংসা করেছেন তাঁর।

Niranjana Nag

সম্পর্কিত খবর