বাংলাহান্ট ডেস্ক : সামনেই বসন্ত। মার্চের শুরু থেকেই বঙ্গবাসী মাতবেন উৎসবে। এই সময় দু দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন কোথাও থেকে। আপনি যদি এখনো পর্যন্ত কোনো প্ল্যানিং না করে থাকেন তাহলে আমরা আজ আপনাকে একটি মনোরম ঘুরতে যাওয়ার জায়গা বলতে পারি। জায়গাটি হল হুগলি (hoogly) জেলার গড় মান্দারণ। কলকাতার খুব কাছে অবস্থিত এই জায়গাটি প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত।
গড় মান্দারণ শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। এখানে যাওয়ার জন্য আপনাকে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে নামতে হবে আরামবাগ। আরামবাগ স্টেশন থেকে প্রথমে বাসে কামারপুকুর। এরপর আরো একটি বাসের সাহায্যে যেতে পারবেন গড় মান্দারণ।
এই জায়গায় অবশ্য থাকার কোন জায়গা নেই। তাই সন্ধ্যা ফুরাবার আগেই আপনাকে ফিরে আসতে হবে কামারপুকুর কিংবা জয়রামবাটিতে। সেখানে রাত্রি বাস করে আবার পরের দিন আপনি যেতেই পারেন গড় মান্দারণ ঘুরতে।
গড় মান্দারণ পর্যটন কেন্দ্র (Tourist Spot) গড়ে উঠেছে প্রায় ২০০ একর জমির উপরে। এই জায়গায় রয়েছে একটি গাজী ও পীরের দরগা। কথিত আছে গৌড়ের অধিপতি হোসেন শাহর সেনাপতির সমাধি হিসেবেই স্থাপন করা হয়েছিল এই দরগা। এছাড়াও গড় মান্দারণ এর জঙ্গল তৈরি হয়েছে শাল, শিমুল, পিয়াল, সেগুন প্রভৃতি গাছের সমন্বয়ে।
এই এলাকাটি সকালে পাখির কলরব আর রাতে ঝিঁঝিঁ পোকার শব্দে সৃষ্টি করে মাদকতার। ইচ্ছা থাকলে আপনি ১০০ সিঁড়ি বেরিয়ে মাজার দর্শন করতে উঠতে পারেন। এছাড়াও এই গড়ের পাশেই একটি জলাশয় রয়েছে। যদি কামারপুকুর ও জয়রামবাটি ঘুরেও কিছু সময় থাকে তাহলে আপনি ঘুরে আসতেই পারেন গড় মান্দারণ।