বিরল ঘটনা প্রিমিয়ার লিগে, দুই ফুটবলারের সম্মানার্থে মাঝপথে থেমে গেল ম্যাচ

বাংলা হান্ট ডেস্ক: পবিত্র রমজান মাসে অনেক ফুটবলারই রোজা রেখে খেলা চালিয়ে যান। লিভারপুলের মহামেদ সালাহ, সাদিও মানেদের রোজা রেখে খেলার খবর এর আগে বেশ শিরোনামে এসেছিল।এবার খবরে লেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। তবে তিনি খবরে এসেছেন সম্পূর্ণ নতুন একটি কারণে।

সালাহ-মানের মতো ইউরোপ মাতানো মুসলিম ফুটবলারের সংখ্যা তো কম নয়! প্রিমিয়ার লিগে লেস্টারের সঙ্গে ক্রিস্টাল প্যালেসের ম্যাচ যখন শুরু হয়, স্থানীয় সময় অনুযায়ী ইফতার হতে তখনো আধ ঘণ্টার মতো বাকি।ম্যাচের আগে দুই দলের অধিনায়কই ঠিক করে রেখেছিলেন, ফোফানা-কাউয়াতের ইফতারের সময় হলে ম্যাচে তাঁরা বিরতি নেবেন।

সূর্য ডোবার পর বল যখন মাঠের বাইরে যাবে, তখনই বিরতিটা নেওয়া হবে—এই ছিল পরিকল্পনা। এরপর ম্যাচের ৩৫ মিনিটের সময় দেখা গেল মনে দোলা দিয়ে যাওয়া সুন্দর দৃশ্যটা।সাইডলাইনে গিয়ে তখন জল ও এনার্জি জেল খেয়ে নেন ফোফানা-কাউয়াতে। এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে ইফতারের জন্য বিরতি দেওয়া হলো। রোজা রেখে ফোফানার এভাবে খেলে যাওয়া নিয়ে মুগ্ধ লেস্টার সিটি কোচ ব্রেন্ডন রজার্স।

এর আগে ২০১৮ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লিভারপুলের ফাইনাল ছিল রোজার সময়েই! সালাহ ও মানে রোজা রেখে কীভাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো ম্যাচ খেলবেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। দুজন সেদিন রোজা রেখেই খেলেছিলেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর