চতুর্থ বন্দে ভারত পাচ্ছে পশ্চিমবঙ্গ, আগস্টেই হাওড়া থেকে ছুটবে এই রুটে! বড় প্ল্যান রেলের

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্টেশনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করেছে ভারতীয় রেল (Indian Railways)। গত কয়েকমাস ধরেই দেশের বিভিন্ন প্রান্তে বন্দে ভারত এক্সপ্রসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত পেয়েছে বাংলাও। আর এবার খবর, আগমী অগাস্ট মাসেই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে।

তারপর থেকেই রাজ্যের রেলপথে ছুটবে বন্দে ভারতের চাকা। উল্লেখ্য, এর আগে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ও হাওড়া-পুরী রুটে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে বিহারের রাজধানী পটনার মধ্যে পরিষেবা দেবে। অর্থাৎ পশ্চিবঙ্গ এবং পাটনার দূরত্ব কমবে অনেকটাই।

   

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন অগাস্ট থেকেই রাজ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেশ শুরু হতে চলেছে। এক রেলওয়ে কর্মকর্তা এই বিষয়ে জানিয়েছেন, ভারতীয় রেল ইতিমধ্যেই হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু করার জন্য কাজ শুরু কথে দিয়েছে। জোরকদমে চলছে ট্র্যাকের কাজ।

যদিও ট্রেনের ভাড়া বা সময় নিয়ে কোন আপডেট এখনও পাওয়া যায়নি। পাটনা, আসানসোল ও হাওড়া অঞ্চলে ট্রেনের ট্র্যাকগুলিকে আরও উন্নত করার দিকে লক্ষ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, রেলপথে পাটনা থেকে হাওড়ার দূরত্ব প্রায় ৫৩৫ কিমি। অনুমান করা হচ্ছে ট্রেনটি ৯০ থেকে ১১০ কিমি গতিতে চললে তা ৭ ঘন্টায় অতিক্রম করে ফেলবে। যদিও বন্দে ভারতের গতিবেগ ঘন্টায় ১৬০ কিমি।

vande bharat express around mumbai

পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত হবে তা নিয়ে ভারতীয় রেল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবু অনুমান করা হচ্ছে, এই রুটের ভাড়া ২৬৫০ টাকা হতে পারে। অন্যদিকে এসি চেয়ার কারের জন্য ১৪৫০ টাকা ভাড়া ধার্য্য করা হবে। সূত্রের খবর, খাবারের দাম-ও এই টাকার মধ্যেই ইনক্লুড করা থাকবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর