পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ আজ আমরা নিয়ে এসেছি APS Bengdubi Recruitment 2022-23 সম্পর্কে যাবতীয় তথ্য। আজ সকল চাকরিপ্রার্থীরা Darjeeling army public school recruitment 2022 সম্পর্কে খোঁজ পাবেন।

বর্তমানের বহু চাকরিপ্রার্থীর জন্য খুশির খবর। Bengdubi Army Public School পক্ষ থেকে নোটিফিকেশন মারফত জানানো হয়েছে, তারা প্রাথমিক শিক্ষক, শারীরিকশিক্ষক, সঙ্গীতের এবং এছাড়া আরো বিষয়ের শিক্ষক পোস্টের জন্য ফর্ম বের করতে চলেছে। আজ, আমরা আলোচনা করবো সকল পোস্টের জন্য যোগ্যতা, মাইনে, পরীক্ষা এবং একাধিক বিষয়ে।

Subject Details: ইংরেজি, হিন্দি, অংক, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, information technology, AI & Robotics এবং শারীরিক শিক্ষা।

বয়সসীমা: নূন্যতম কোনো বয়স না থাকলেও ঊর্ধ্বতম হিসেবে ফ্রেশার ও অভিজ্ঞদের জন্য 40 ও 57 বছর রাখা হয়েছে।

Application fees: মূল্য নির্ধারণ সকলের জন্য সমান রাখা হয়েছে। teaching পোস্ট এর জন্য 100 এবং non-teaching এর জন্য 250 টাকা ধার্য করা হয়েছে।

Apply rule: apply সম্পূর্ণ অফলাইনে হবে।
1.প্রথমে অফিসিয়াল সাইটে গিয়ে সব তথ্য পড়তে হবে।
2.এরপর এপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করবেন।
3.এরপর ফর্ম ভালোভাবে পূরণ করার পর সাবমিট করতে হবে।
4.address: Army Public school, Bengdubi, Darjeeling, Pin – 734424, West Bengal.

যোগ্যতা:
1.TGT: B.ED এ ন্যূনতম 50% মার্কস পেয়ে graduatiom complete করতে হবে ( ctet/tet এ 60% প্রেফার করা হবে)।

Physical Education: Phy Education, B.P.Ed or D.P.Ed. এ 50% মার্কস পেয়ে graduation শেষ করতে হবে।

Primary Teacher: Graduation এবং 2 বছর  Diploma করতে হবে Elementary Education বা B.Ed এ (50% মার্কস)। CTET/TET 60% মার্কস নিয়ে পাশ করা প্রেফার করা হবে।

Art & Craft Teacher : Fine Arts এ মাস্টার ডিগ্রি (painting specialization সহ)  /  Fine Arts, Arts, Drawing এবং Painting এ graduation , একটি বিষয়ে কোনো ইউনিভার্সিটি দ্বারা 4 বছরের ডিপ্লোমা।

Music: কোনো ইউনিভার্সিটি দ্বারা MA (Music) বা M. Music পাশ। Music এ ব্যাচেলর সঙ্গে 2 বছর ডিপ্লোমা/ কোনো সরকার রেজিস্টার ইনস্টিটিউট থেকে music এ সার্টিফিকেট।

Assistant Librarian: B Lib, Science বা Graduate সঙ্গে Library Science এ কোনো ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা।

Lab Attendant(Chem): Science ও computer literate এ 12 পাশ।

Receptionist  (Female): ইংরেজিতে ভালো communication স্কিল সহ Graduate এবং কম্পিউটারে বিশেষ জ্ঞান। (accounts এ জ্ঞান)

Nurse: hs and ডিপ্লোমা বা Nursing এ ডিগ্রি 5 বছর অভিজ্ঞতার সাথে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর