ধর্ষকদের রেহাই নেই! নারী নির্যাতন রুখতে আসছে ‘অপরাজিতা’, বিরাট পদক্ষেপ সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন মহিলা চিকিৎসক। গত ৯ আগস্ট হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। এই ঘটনায় বর্তমানে ফুঁসছে গোটা বাংলা। রাজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে দেশে, বিদেশে। এই আবহে এবার নারী নির্যাতন রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলেই রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) পেশ হতে চলেছে ‘অপরাজিতা’।

  • বিধানসভায় বিল (West Bengal Assembly) পেশ করবেন কে?

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, ‘ধর্ষণের একমাত্র সাজা হল ফাঁসি, আর কিছু নয়’। একইসঙ্গে একটি নতুন বিল নিয়ে আসার কথাও বলেছিলেন তিনি। এবার সেই মতোই আগামীকাল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা হবে ‘অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী) বিল, ২০২৪’। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক এই বিল পেশ করবেন বলে জানা যাচ্ছে।

  • বিল পাশ হওয়ার পর পাঠানো হবে রাজ্যপালের কাছে

সোমবার তথা আজ থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। তবে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রস্তাব আছে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে ‘অপরাজিতা মহিলা ও শিশু সুরক্ষা বিল, ২০২৪’ পেশ করবে সরকার পক্ষ। আগামীকালই এই  নিয়ে আলোচনা হবে বলে খবর। বিজেপির পরিষদীয় দলেরও সেই আলোচনায় থাকার কথা রয়েছে।

আরও পড়ুনঃ মা-বোনের বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে আসব! আরজি কর কাণ্ডের মাঝেই চরম হুমকি তৃণমূল নেতার

জানা যাচ্ছে, ‘অপরাজিতা মহিলা ও শিশু বিল, ২০২৪’ (Aparajita Bill) বিধানসভায় পাশ হওয়ার পর সেটা আইনে পরিণত করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার রাজ্য সরকারের প্রবল সমালোচিত হয়েছে। এই আবহে এবার আগামীকাল নারী নির্যাতন রুখতে বিধানসভা ‘অপরাজিতা মহিলা ও শিশু বিল, ২০২৪’ আনা হচ্ছে।

West Bengal Assembly

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন আনার দাবি জানিয়েছে রাজ্যের একাধিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাসক দলের শীর্ষ নেতৃত্বের মুখেও শোনা গিয়েছে কঠোর আইনের প্রয়োজনীয়তা। এবার সেই পথেই হাঁটছে সরকার। আগামীকাল বিধানসভায় (West Bengal Assembly) পেশ হতে চলেছে নয়া বিল।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর