বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার অধিবেশন চলাকালীনই ওয়াক আউট করল বিজেপি। পদ্ম বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অধিবেশন (West Bengal Assembly) থেকে বেরিয়ে এসে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
বিধানসভার (West Bengal Assembly) অধিবেশন থেকে বিজেপি বিধায়কদের ওয়াক আউট
জানা যাচ্ছে, এদিন বিধানসভায় বক্তব্য রাখছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী। তবে ধর্ষণ, নারী নির্যাতন ও শিশু হত্যার প্রসঙ্গ উঠতেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদস্বরূপ ওয়াক আউট করে বিজেপি (BJP)। এরপর একরাশ ক্ষোভ উগড়ে দেন পদ্ম বিধায়ক শঙ্কর ঘোষ।
বিজেপি বিধায়ক বলেন, ‘আরজি কর কাণ্ডের পরেও আমাদের রাজ্যে নারী এবং শিশুদের ওপর নির্যাতন চলছেই। শারীরিক অত্যাচার এবং খুন ক্রমেই বাড়ছে। এদিন আমাদের মহিলা বিধায়করা এর বিরুদ্ধে বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব জমা করেন’।
শঙ্কর জানান, মুলতুবি প্রস্তাবের ভাষ্যে বিজেপি বিধায়কদের এডিটেড অংশ পড়তে দেওয়া হয়। তবে আলোচনার সুযোগ রাখা হয়নি। বিজেপির তাপসী মণ্ডল, চন্দনা বাউড়ি, শিখা চট্টোপাধ্যায়রা মিলে প্রতিবাদ জানাতেই তাপসীর (Tapasi Mondal) মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ দু’টি এজলাসে একই মামলা! জানতে পেরেই ক্ষুব্ধ বিচারপতি, হাইকোর্টের নির্দেশে ঘুম উড়ল মামলাকারীর!
বিজেপি বিধায়কের কথায়, বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনে হলদিয়ার মহিলা বিধায়কের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আসলে বাংলার অজস্র মহিলা এবং শিশুদের কথা বলার মাইক ছিল। তাঁদের কণ্ঠরোধ করা হয়েছে বলে অভিযোগ করেন শঙ্কর। একইসঙ্গে জানান, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এহেন আচরণের প্রতিবাদ করতেই এদিন তাঁরা ওয়াক আউট করেন।
এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর। তিনি বলেন, ‘আসলে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখে সেলোটেপ মেরে দিতে বলেছিলেন। স্পিকার এদিন সেটাই করেছেন। এটা তো মুখ্যমন্ত্রীর আচরণেরই ভাষ্য’।
এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিধানসভা (West Bengal Assembly) সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, স্পিকার বলেছিলেন এডিটেড ভার্সন পড়া নিয়ম, সেটাই পড়তে হবে। কিন্তু তা সত্ত্বেও তাপসী তার বাইরের অংশ পাঠ করছিলেন বলে সেটা না রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও হলদিয়ার বিধায়ক বক্তব্য রাখতে থাকায় মাইক বন্ধ করার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে ওয়াক আউট করে বিজেপি।