বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই রাজ্যে ফের ভোট। এবার বিধানসভা উপনির্বাচনের (West Bengal Assembly By Election) পালা। আগামী ১০ জুলাই নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসনে। ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে TMC, BJP উভয় পক্ষই। এরপরেই শিরোনামে উঠে এসেছে বাগদায় BJP-র ‘কোন্দলে’র খবর!
আসন্ন উপনির্বাচনে বাগদা (Bagdah) কেন্দ্র থেকে বিনয় কুমার বিশ্বাসকে দাঁড় করিয়েছে পদ্ম শিবির। তবে তাতে খুশি নন বাগদার স্থানীয় BJP নেতৃত্ব। প্রার্থী হিসেবে বিনয়ের নাম ঘোষণার পরেই বাগদা পঞ্চায়েত সমিতির BJP পঞ্চায়েত সদস্যা সুপ্রিয়া শিকদার, বাগদা ৩ নং মণ্ডলের সম্পাদক গোবিন্দ মজুমদার, যুব মোর্চার নেতা সঞ্জয় মল্লিক জানান, এবার আর বহিরাগত প্রার্থীকে তাঁরা সমর্থন করবেন না। একইসঙ্গে প্রশ্ন তোলেন, ‘বাগদায় কি BJP-র যোগ্য নেতা নেই’?
সোমবার এই নিয়ে দলকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ বেঁধে দেন বাগদার স্থানীয় BJP নেতা, কর্মীরা। তবে দলের তরফ থেকে প্রার্থী বদল না করায় এদিন বাগদা ২ নং মণ্ডলের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সমীর কুমার বিশ্বাস। সেই সঙ্গেই অভিযোগ আনেন, ’৮০ লাখের বিনিময়ে আসন্ন উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে টিকিট দেওয়া হয়েছে’। যদিও দিন রাত অবধি সমীরের পদত্যাগ পত্র গৃহীত হয়নি বলে জানিয়েছেন BJP-র বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। আলোচনা করে মান অভিমান মিটিয়ে নেওয়া হবে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ স্কুল ‘দখল করে রেখেছে’ কেন্দ্রীয় বাহিনী, ক্ষতি হচ্ছে পড়াশোনার! এবার চরম নির্দেশ হাই কোর্টের
এদিকে আবার গত সোমবারই BJP-র স্থানীয় নেতৃত্বের একাংশ দলের নেতৃত্বকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে বহিরাগত প্রার্থী বদল না হলে তাঁরা নির্দল প্রার্থী দাঁড় করাবেন। মঙ্গলবার বিকেলেই সেই ‘ডেডলাইন’ শেষ হয়েছে। এরপর বৈঠকে বসেন তাঁরা এবং নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পেশায় স্কুল শিক্ষক সত্যজিৎ RSS-এর স্বয়ংসেবক। বাগদার মালিপোতায় বাড়ি তাঁর। তাই স্বাভাবিকভাবেই বাগদার ভূমিপুত্র তিনি, বহিরাগত নন। এদিন হেলেঞ্চা এলাকায় সত্যজিৎকে নিয়ে মিছিল করেন পদ্ম শিবিরের নেতা কর্মীরা। তাঁদের হাতে গেরুয়া পতাকাও দেখা যায়। এই প্রসঙ্গে নির্দল প্রার্থী বলেন, ‘বহিরাগত প্রার্থীকে দলের নেতা কর্মীরা কেউ মানতে চাইছেন না। আমিও মানতে চাইনি। সেই জন্য BJP কর্মীরা আমায় নির্দল প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। আমি ওনাদের দাবি মেনে নিয়েছি।