বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাসে রাজ্যে ফের ভোট। নৈহাটি, সিতাই সহ পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন (Assembly By Elections) রয়েছে। তৃণমূল, বিজেপি ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার ৫টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে লাল শিবির। এরপরেই সামনে আসে বাম-কংগ্রেস জোট নিয়ে বড় খবর!
উপনির্বাচনের (Assembly By Elections) আগে ‘হাত’ ছাড়ল লাল শিবির!
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, রবিবার রাত অবধি আসন্ন উপনির্বাচনে জোট নিয়ে বাম-কংগ্রেসের (Congress) মধ্যে কোনও কথা হয়নি। সোমবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বাম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন বলে খবর। জবাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, অনেক দেরি হয়ে গিয়েছে!
বাম শিবির সূত্রে খবর, গতকাল দুপুরে হাত শিবিরের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। এরপর সন্ধ্যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) নিজে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফোন করেন। জানা যাচ্ছে, সেই সময় সিতাই নিয়ে দাবি করেছিল কংগ্রেস। তবে বিমান জানান, অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে ঠিক হয়ে গিয়েছে ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক লড়াই করবে। সেই মুহূর্তে আর তাদের আসন ছেড়ে দেওয়ার জন্য রাজি করানো যেত না।
আরও পড়ুনঃ রেশনে চাল পাওয়ার দিন শেষ? চালকল মালিকরা যা করলেন … মহা ফাঁপরে রাজ্য সরকার?
সংশ্লিষ্ট প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, গতকাল প্রথমে সিতাই, এরপর মাদারিহাট এবং শেষে নৈহাটি আসন চান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। তবে বামফ্রন্ট চেয়ারম্যান নাকি পরিষ্কার জানিয়ে দেন, আপনারা দেরি করে ফেলেছেন। এখন আর সম্ভব নয়!
শুভঙ্কর বলেন, ‘আপনারা বরাবর এই আসনগুলো লড়াই করে আসেন। আমরা ভেবেছিলাম, আপনারা কথা বলবেন’। সবশেষে নাকি ঠিক করা হয়, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ শানাবে না। আসন্ন ভোটে (Assembly By Elections) মিউচুয়ালভাবেই লড়াই হবে। এমনটাই ঠিক করা হয় বলে খবর। একইসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান জানান, ‘ছাব্বিশের জোটের দরজা খোলা থাকছে’।