বিধানসভা উপনির্বাচনে বড় চমক! কোন কেন্দ্রে কাকে টিকিট দেবে তৃণমূল? চর্চায় কাদের নাম?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য থেকে রাজনীতি, আরজি কর কাণ্ডের আঁচ এসে পড়েছে সর্বত্র। চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনায় প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসকদল। এই আবহে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এমতাবস্থায় কাদের টিকিট দিলে ভোটবাক্সে বাজিমাত করা যাবে, সেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম।

  • বিধানসভা উপনির্বাচনে কাদের টিকিট দেবে তৃণমূল (Trinamool Congress)?

রিপোর্ট অনুযায়ী, তৃণমূল মনে করছে, আরজি কর কাণ্ডের আঁচ গ্রামীণ এলাকায় সেই অর্থে পড়েনি। আগামী ১৩ নভেম্বর রাজ্যের যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Assembly By Elections) রয়েছে তার মধ্যে নৈহাটি এবং মেদিনীপুর বাদে বাকি প্রত্যেকটি গ্রামীণ এলাকা। অর্থাৎ সেখানে ভোটব্যাঙ্কে আঁচ পড়বে না বলে মনে করছে জোড়াফুল শিবির।

একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন জুন মালিয়া। ১ লক্ষ ২১ হাজারের বেশি ভোট পেয়েছিলেন তিনি। জুন বর্তমানে মেদিনীপুরের সাংসদ। জানা যাচ্ছে, এই কেন্দ্রে অভিযোগ নেই এমন কাউকে দাঁড় করাতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এখানে পুরভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে জোড়াফুল শিবিরের ভোট কমেছিল। এখন আবার আরজি কর ইস্যুতে উত্তাল রাজ্য। এমতাবস্থায় স্বচ্ছ ভাবমূর্তির কোনও ব্যক্তিকে তৃণমূল দাঁড় করাতে চায় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ২৫ অক্টোবরের মধ্যে…! হাতে মাত্র ৭ দিন সময়! এবার ডেডলাইন বেঁধে দিল নবান্ন

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, নৈহাটি আসনে সনৎ দে-র নাম নিয়ে তৃণমূলের অন্দরে চর্চা চলছে। তিনি নৈহাটির (Naihati) টাউন তৃণমূলের চেয়ারম্যান ইন কাউন্সিল এবং ব্লক সভাপতি। তবে এই আসনে অন্য চমকও দেওয়া হতে পারে বলে জল্পনা কল্পনা চলছে। হাড়োয়া কেন্দ্রে আবার শোনা যাচ্ছে, বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলের নাম নিয়ে আলোচনা চলছে। সিতাই থেকে চর্চা চলছে সংহিতা বসুনিয়ার নাম নিয়ে।

Trinamool Congress TMC flag

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নৈহাটি, তালড্যাংরা, সিতাই, মেদিনীপুর, হাড়োয়া এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এই ৬ আসনের মধ্যে একুশের বিধানসভা ভোটে শুধু মাদারিহাট কেন্দ্রে বাজিমাত করেছিল বিজেপি। বাকি ৫টিতেই ঘাসফুল ফুটেছিল (Trinamool Congress)। আসন্ন উপনির্বাচনে কী ফলাফল হয় সেদিকে নজর থাকবে সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর