অস্বস্তিতে জোট, উপযুক্ত প্রার্থীর অভাবে ২৬ আসনে লড়ার সিদ্ধান্ত আব্বাস সিদ্দিকির দলের

বাংলাহান্ট ডেস্কঃ আবারও অস্বস্তিতে জোট। ৪ টি আসনে দেওয়ার মত প্রার্থীই খুঁজে পেল না আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (Indian Secular Front)। অগত্যা উপযুক্ত প্রার্থীর অভাবে সেই ৪ টি আসন ছেড়ে দিয়ে মোট ২৬ আসনে লড়ার সিদ্ধান্ত জানালেন ISF দলের সভাপতি শিমূল সোরেন।

প্রথম থেকেই আসন নিয়ে দ্বন্ধ তৈরি হয়েছিল বাম-কংগ্রেস- ISF জোট শরিকে। প্রথমদিকে মোট ৪৪ টি আসনে লড়ার সিদ্ধান্ত জানিয়েছিল আব্বাস সিদ্দিকির দল ISF। যা নিয়ে প্রচুর মত দ্বিমত হয়ে জোটের অন্দরে। পরবর্তীতে বামেদের পক্ষে থেকে ৩০ টি এবং কংগ্রেসের পক্ষ থেকে ৭ টি আসন ISFকে ছেড়ে দিতে রাজী হন অধীর চৌধুরী।

   

jkvkjvnkjvnkj

ব্রিগেডের মাঠে আব্বাস সিদ্দিকি নিজের হাজারো হাজারো সমর্থককে এনে বাংলার বুকে চমক দেখিয়ে নিজেদের দলকে ‘এক্স ফ্যাক্টর’ করার স্বপ্ন দেখেও, কেমন যেন সবকিছু চুপসে যাচ্ছে নির্বাচনের আগেই। ৪৪ তো দূরস্তর ৩০ টি আসনেও প্রার্থী দিতে পারল না আব্বাস সিদ্দিকির ISF। এই ৪ টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা।

এতকিছুর পরও মুর্শিদাবাদ এবং মালদহে নিজেদের প্রার্থী দেওয়ার জন্য কংগ্রেসের সঙ্গে এখনও দলীয় দ্বন্ধ জোরালো রেখেছে ISF। মুর্শিদাবাদ এবং মালদহে নিজেদের প্রার্থী দিতে একদিকে যেমন বদ্ধ পরিকর ISF, তেমনই অন্যদিকে এই দুটি আসন কিছুতেই ISFকে ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নির্বাচনের প্রথম দফার ভোটদান পর্বের মাত্র ১৫ দিন আগেই আব্বাস সিদ্দিকির দল ISF-র এই সিদ্ধান্তে কিছুটা বিড়ম্বনায় জোট।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর