বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চতুর্থ দফা ভোট গ্রহণের দিন বিভিন্ন দিক থেকে নানা অশান্তির খবর সামনে আসছে। বিভিন্ন জায়গায় বোমাবাজি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলি চলার পর এবার হামলা চলল বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জির (Locket Chatterjee) গাড়িতে।
চুঁচুঁড়ার বিশলপাড়ায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। ভাঙচুর চালানো হয় বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়িতে। বুথে ছাপ্পা মারার অভিযোগ ওঠায় এক মহিলাকে হাতেনাতে পাকড়াও করলে ঝামেলা বেঁধে যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
অন্যদিকে, নির্বাচনের দিন সকালে হেলমেট পরে বাড়ি থেকে বেরোলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh)। সাধারণ মানুষ কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন, বিজেপির হার্মাদরা সবদিকে দৌড়ে বেড়াচ্ছে- এসমস্ত অভিযোগ করে সকাল সকাল হেলমেট মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। মাথা বাঁচাতেই তিনি হেলমেট পরেছেন বলে দাবি।
রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ‘মাথা বাঁচাতে পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছি। ভোট পাবে না জেনেই বিজেপির হার্মাদরা হামলা করছে সবদিকে। দাপিয়ে বেড়াচ্ছে ওঁরা। সরাসরি মাথায় আঘাত করে মেরে ফেলতে চায় ওঁরা। সুজাতা খাঁ-এর উপর যেভাবে হামলা করা হয়েছে, সেই ভয়েই মাথায় হেলমেট পরেছি। বলা যায় না- ঝড়বৃষ্টি হতে পারে, তাই মাথা বাঁচাতে হেলমেট পরেছি’।