কংগ্রেসের ইশতাহারঃ আর্থিকভাবে অনগ্রসর পরিবারকে মাসে ৭৫০০ টাকা থেকে শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই তৃণমূল ( TMC ) ও বিজেপি ( BJP ) তাদের ইশতেহার ( Manifesto ) প্রকাশ করে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে। এবার একুশের ভোটে কংগ্রেসের তরফে ইশতেহার ( Congress Manifesto ) প্রকাশ করে আলোচনার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ( Adhir Ranjan Chowdhury ) সেই ইশতেহার প্রকাশের আগে একহাত নেন শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধীদল বিজেপিকে।

তিনি এদিন বলেন, বিজেপির তরফে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে আর তাতে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ওরা কখনই মেটাবে না। আগেও প্রতিশ্রুতি দিয়েছে ওরা কিন্তু তা পালন করেনি। আচ্ছে দিনও আনতে পারিনি। তাই রাজ্যবাসীকে সেই অভিজ্ঞতায় ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Adhir Ranjan

এর পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে অধীর বলেন, মমতা ব্যানার্জী ( Mamata Banerjee ) বাম-কংগ্রেসের ভূত দেখছেন আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে এও বলেন যে, বাংলায় নির্বাচনের আগে উনি মানুষের দারিদ্র টাকা দিয়ে কিনতে চাইছেন।

একনজরে এদিন প্রকাশিত কংগ্রেসের ( Congress ) ইশতেহারঃ

রাজ্যে আইনের শাসন ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া হয় কংগ্রেসের তরফে।

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া রাজ্যের মানুষদের মাসিক ৭৫০০ টাকা এবং করোনার মধ্যে কাজ হারা শ্রমিকদের পরবর্তী কাজ না পাওয়া পর্যন্ত মাসিক ৫০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি।

বাংলায় শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধি করার প্রতিশ্রুতি।

চাষযোগ্য জমিতে ব্যবহৃত বিদ্যুতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণার পাশপাশি এমএসপি ( MSP ) চালু রাখার কথাও জানানো হয়।

শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি থেকে আর্সেনিকমুক্ত জলের ব্যবস্থা করা প্রতিশ্রুতি।

সবশেষে রাজ্য রাজনীতি প্রসঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটি হল দান, খয়রাতির রাজনীতি নয়, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে নীতি গ্রহণ।


সম্পর্কিত খবর