বিজেপি এলে কতদিনে বদলাবে বাংলার উন্নয়নের চিত্র? সময়সীমা জানিয়ে দিলেন মহাগুরু

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিতে (bjp) নাম লেখানোর পর থেকেই বিভিন্ন জনসভা এবং রোড শোতে অংশ নিচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। যেখানে যেখানেই মহাগুরুর সভা থাকেছে, সেখানেই চোখে পড়ছে উপছে পরা ভিড়। মানুষের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস। বিজেপির স্ট্রাটেজিতে কাজ করছে মিঠুন ম্যাজিক।

প্রথম দফা নির্বাচনের পূর্বেও তাঁকে বিভিন্ন জায়গায় সভায় অংশ নিতেও দেখা গিয়েছিল। এবার দ্বিতীয় দফা ভোটের পূর্বে বাঁকুড়ার ইন্দাসে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, কেশপুর, শেষে ডেবরায় রোড শো করলেন মহাগুরু। তাঁকে একবার কাছ থেকে দেখার জন্য ভিড় উপছে পড়ল রাস্তার দুধার দিয়েই। রোড শো থেকে বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তাও দিলেন মিঠুন চক্রবর্তী।

Mithun Chakraborty 7 620x400 1

নির্বাচনী প্রচারে দাঁড়িয়েই আগামী ৬ মাসের মধ্যে বাংলার আসন্ন উন্নয়নের ইঙ্গিত দিলেন মহাগুরু। বাঁকুড়ার ইন্দাস থেকে তিনি বললেন, ‘তৈরি হবে সোনার বাংলা। কমবে বিদ্যুতের দাম। তোলাবাজি বন্ধ হবে। আবেদনের ৯০ দিনের মধ্যেই লাইসেন্স পাবেন। শীতাতপ নিয়ন্ত্রিত হবে হাসপাতালের বেড, যার অতিরিক্ত অর্থ দিতে হবে না বাংলার মানুষকে। শিল্পপতিদের জানানো হবে, বাংলায় এলে আগে চাকরি দিতে হবে বাংলার বেকার যুবকদের। বাংলার পরিবর্তন আসন্ন’।

এরপরই মহাগুরুর গলায় শোনা যায়, ‘গত ১০ বছর কিছুই পরিবর্তন হয়নি, দেখবেন আগামী ৬ মাসের মধ্যেই বাংলায় পরিবর্তন হবে। আগে শুনতাম বিরোধদের ভোট দিলে জল-বিদ্যুতের লাইন কেটে দেওয়ার, ওপরে পাঠানোর হুমকি দেওয়া হত। এখন দেখছি তৃণমূলের তরফ থেকেও বিজেপির দিকে একই কাজ করা হচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে’।


Smita Hari

সম্পর্কিত খবর