আচমকাই অজ্ঞাত কারণবশত আরও একটি আসনের প্রার্থী বদল তৃণমূলের! ধ্বন্দে সবাই

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা নির্বাচনের পর আবারও প্রার্থী বদল করল তৃণমূল (tmc)। কিন্তু আচমকাই কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেবিষয়ে মুখে কুলুপ এঁটেছে শাসক দল। দোলের দিন বিবৃতি জারি করে বদল করা হল উত্তরবঙ্গের মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা একবারেই প্রকাশ করেছিল তৃণমূল। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় নানা বিক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ করে প্রার্থী বদলের দাবীতে প্রতিবাদ জানিয়েছিল সবুজ শিবিরের কর্মী সমর্থকরা।

tmcflags 1611294516

 

দলীয় সদস্যদের চাপে পড়ে প্রথমে চার কেন্দ্রের প্রার্থী বদল করে আবারও অন্য এক কেন্দ্রের প্রার্থী বদল করল তৃণমূল। কিন্তু হঠাত এই প্রার্থী বদলের বিষয়ে কিছুই জানায়নি শাসক দল। উত্তরবঙ্গের মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে প্রথমে মনোনীত করা হয়েছিল ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়কে। এবার তাঁকে পরিবর্তন করে নতুন প্রার্থী দেওয়া হয় রাজেন সনুদাসকে।

অন্যদিকে, পূর্বেই কল্যাণীতে রমেন্দ্র নাথ বিশ্বাসের বদলে অনিরুদ্ধ বিশ্বাসকে প্রার্থী করা হয়। পাশাপাশি অশোকনগরের ধীমান রায়কে বদল করে নতুন মনোনীত করা হয় নারায়ণ গোস্বামীকে, আবার আমডাঙ্গায় মোস্তাক মোরতাজার বদলে প্রার্থী করা হয় রফিকুর রহমানকে। সেইসঙ্গে দুবরাজপুরে অসীমা ধীবরের বদলে নতুন প্রার্থী করা হয় দেবব্রত সাহাকে।

প্রথম দফার নির্বাচন সম্পন্ন হলেও বঙ্গবাসী পাখির চোখ করে আছে নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোট। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী (mamata banerjee) বনাম বিজেপির শুভেন্দু অধিকারী। সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। বঙ্গবাসীর দাবী, নন্দীগ্রামের নির্বাচনের রায়ই নির্ধারণ করবে, বাংলার মসনদ কে দখল করবে। চলছে শেষ সময়ের জনসভা, মিছিল।


Smita Hari

সম্পর্কিত খবর