এক্কেবারে ‘Neat & Clean’! সারা বাংলায় এটিই সবচেয়ে পরিচ্ছন্ন শহর! নাম শুনলে ‘থ’ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) মধ্যে সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর কোনটি বলতে পারবেন? সম্প্রতি বৈদ্যবাটি পুরসভা এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। বৈদ্যবাটি পুরসভাকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করেছে দেশের হাউজ়িং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রক। মন্ত্রকের বিচারে ২০২৩ সালে স্বচ্ছ ভারত মিশনে গঙ্গা তীরবর্তী শহর বৈদ্যবাটি বাংলার সব থেকে পরিষ্কার শহর।

পশ্চিমবঙ্গের (West Bengal) সবচেয়ে পরিচ্ছন্ন শহর

দেশের ১ লক্ষ শহরের মধ্যে বৈদ্যবাটি রয়েছে ৪২৬ নম্বরে। পশ্চিমবঙ্গে (West Bengal) বৈদ্যবাটি সেই দিক থেকে প্রথম। বাংলার (West Bengal) সবথেকে পরিচ্ছন্ন ও পরিষ্কার শহরের তকমা লাভ করায় স্বাভাবিকভাবেই খুশি শহরের বাসিন্দা থেকে পুর প্রশাসন। পুরসভা সূত্রে খবর, কেন্দ্রীয় হাউজ়িং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে এই কথা জানিয়েছিল।

   

আরোও পড়ুন : আরেব্বাস! কপাল খুলছে পড়ুয়াদের! এবার অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ১ লাখ! স্কিমটা জানেন তো?

রাজ্য সরকার পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে গত জানুয়ারি মাসে বৈদ্যবাটি পুরসভাকে জানায় এই সুখবর। কেন্দ্রীয় মন্ত্রকের ১৬ সদস্যের একটি টিম গত সেপ্টেম্বর মাসে বৈদ্যবাটি (Baidyabati) শহরে আসে। শহরের বর্জ্য নিষ্কাশন, পচনশীল ও অপচনশীল বর্জ্যের পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের বিষয়গুলি প্রায় এক সপ্তাহ ধরে খতিয়ে দেখে ওই টিম।

আরোও পড়ুন : এ কী দৃশ্য ভারতে! উজ্জ্বল সাদাকে ঘিরে আছে নীলাভ আলোর তরঙ্গ! NASA ক্যামেরায় বিরল মুহূর্ত

তার সাথে গুরুত্ব দিয়ে দেখা হয় রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা। এছাড়াও জল সঞ্চয় ও জলের অপচয় রোধে পুরসভার গুরুত্ব খতিয়ে দেখে এই টিম। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, স্বচ্ছ ভারত মিশনের (Swach Bharat Mission) আওতায় প্রত্যেক বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের নিরিখে বৈদ্যবাটি পুরসভা ৯৬% কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

baidhyabati

সূত্রের খবর, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার মাপকাঠিতে বৈদ্যবাটি পুরসভা রাজ্যের অন্যান্য পুরসভাকে একেবারে পিছনে ফেলে দিয়েছে। শহরের রেসিডেন্সিয়াল এরিয়া ও বাজারগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ৯৪% স্থান। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পুকুর ও জলাশয়গুলিতে পরিচ্ছন্নতার হার ছিল ৮৮%। সাধারণ জনতার জন্য ব্যবহৃত শৌচালয় ৮৩% পরিছন্ন ছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর