‘সইবে না আর বাংলা’! চাকরি বাতিল, জঙ্গি হামলা নিয়ে তপ্ত আবহেই বাংলায় প্রতিবাদী গান রিলিজ BJP-র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি চাকরি (SSC Recruitment Scam) বাতিল থেকে ওয়াকফ-অশান্তি (WAQF Protest), সাম্প্রতিক অতীতে একাধিক ইস্যুতে অশান্ত হয়ে উঠেছে বাংলা। বর্তমানে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই কাণ্ডের আঁচ এসে পড়েছে রাজ্যেও। এই পরিস্থিতিতে নতুন গান রিলিজ করল বঙ্গ বিজেপি (BJP)। গানের নাম, ‘সইবে না আর বাংলা’।

শুক্রবার দুপুরে নয়া গান শেয়ার করল পদ্ম শিবির (BJP)

বঙ্গ বিজেপির নতুন গানের দৈর্ঘ্য মিনিট তিনেক। প্রত্যেক ছত্রে ছত্রে প্রতিবাদের ডাক। গানের মাধ্যমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। নিশানা করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বকে।


এসএসসি চাকরি বাতিল, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি (Ration Scam), একাধিক প্রসঙ্গ উঠে এসেছে বিজেপির এই গানে। ‘লুটতন্ত্রই মূলমন্ত্র, আসল কাজের বেলা/ রেশনের চাল খাচ্ছে নেতা, গরিবের ফাঁকা থালা’- এইভাবেই তৃণমূলকে আক্রমণ করেছে পদ্ম শিবির। অনুপ্রবেশ ইস্যু থেকে আরজি কর কাণ্ড, একাধিক বিষয় উঠে এসেছে বিজেপির গানে।

আরও পড়ুনঃ কাশ্মীরে নিহত বিতানের নামে তোলা হচ্ছে টাকা! শোরগোল শুরু হতেই সামনে এল ‘আসল সত্যি’

সেই ভিডিও শেয়ার করে পদ্ম শিবির ক্যাপশনে লিখেছে, ‘চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমি, এই বাংলা আজ ‘দার-উল-জিহাদে’ পরিণত হয়েছে। মুর্শিদাবাদ, মালদার রাস্তা, আজ নিরাপরাধ হিন্দুদের রক্তে লাল। যে বাংলা ছিল রাজা রামমোহন রায়ের নবজাগরণের ভূমি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অহংকার এবং রবীন্দ্রনাথের সোনার বাংলা, সেই বাংলায় আজ প্রহসনে পরিণত হয়েছে আইন’।

BJP Assembly By Election

বঙ্গ বিজেপির দাবি, ‘এই বাংলায় আজ অবাধে চর্চা চলে অপসংস্কৃতির। মহিলাদের ওপর নির্যাতন চলে প্রকাশ্য দিবালোকে, শিশুমৃত্যু এখানে ‘সাধারণ ঘটনা’। যে বাংলা একদিন ছিল পূর্বভারতের গর্ব, আজ তা সেই গৌরবের কবরস্থান। আশাভঙ্গ হয় যত্রতত্র, অবাধে চলে তোলাবাজি। দুষ্কৃতিরাই আজ এখানে রাজা’।

ছাব্বিশের লোকসভা ভোটে পালাবদলেরও ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) লিখেছে, ‘এটা নিছক অপশাসন নয়, এটা বাংলার ঐতিহ্যকে ধ্বংসের সুপরিকল্পিত চক্রান্ত। আসুন, সবাই মিলে এই ভয়ানক অরাজকতার শৃঙ্খল ছিঁড়ে ফেলি। ‘সইবে না আর বাংলা’ হয়ে উঠুক প্রতিটি মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে হুঙ্কার, প্রতিটি স্তব্ধ কণ্ঠের গর্জন, ধ্বংসস্তূপে মিলিয়ে যাওয়া প্রতিটি ঘরের বুক ফাটা কান্না থেকে উঠে আসা লড়াইয়ের ডাক। ২০২৬ হয়ে উঠুক তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করার বছর’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X