বাংলা হান্ট ডেস্কঃ বছরখানেকের অপেক্ষা। তারপরেই বাংলায় বাজবে ভোটের দামামা। এই আবহে বিজেপির (BJP) পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট। সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে। এখন শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সুকান্তর উত্তরসূরির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।
বিজেপির (BJP) পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন?
গত লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাঁকে সরে দাঁড়াতেই হতো। জানা যাচ্ছে, সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল। ইতিমধ্যেই মণ্ডল ও অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর।
সম্প্রতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সকল সাংসদ উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁদের বৈঠক ও নৈশাহারের আয়োজন করা হয়। সেদিন সুকান্তর হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা যায় শুভেন্দুকে। এক সাংসদ জানিয়েছেন, ওই বৈঠকেই বিজেপির (BJP) বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘ধাপ্পাবাজ, চিটিংবাজ সরকার’! ‘ডেডলাইন’ বেঁধে রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর! তোলপাড় বাংলা
এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির (State President) নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক সাংসদ। সম্প্রতি জেলা সভাপতিদের নাম ঘোষণার পর প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দল। এমতাবস্থায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘি পড়তে পারে। সেই কারণে কিছুদিন পর নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতি বাছাই করার জন্য একাধিকবার দিল্লি তলব করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে। গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব তথা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসলের পাশাপাশি আরএসএসের শীর্ষ নেতৃত্ব তাঁদের সঙ্গে কথা বলেন। শেষ অবধি বিজেপির প্রত্যেক গোষ্ঠীর কাছে সমান গ্রহণযোগ্য একজন সাংসদকে বেছে নেওয়া হয় বলে খবর। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ’! কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ কল্যাণের
জানা যাচ্ছে, বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পাকাপাকি দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট নয়। কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সবটা নির্ভর করছে। এক সাংসদ দাবি করেছেন, এখনও অবধি এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে কিছু জানানো হয়নি।
এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপির (BJP) রাজ্য সভাপতি পরিবর্তন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সুকান্ত মজুমদারের পর কার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আপাতত সেটাই দেখার।