চাকরি বাতিল অতীত! রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! কাদের কপাল খুলল?

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে টানাপড়েনের শেষ নেই! বহু ক্ষেত্রে জল গড়িয়েছে আদালত অবধি। চলতি বছর আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (Primary TET) হবে না। তবে পরীক্ষা না হলেও নিয়োগের বিষয়ে উদ্যোগী প্রাথমিক শিক্ষা পর্ষদ। বছর শেষের আগেই সামনে আসছে নিয়োগ সংক্রান্ত বড় খবর!

  • টেট (Primary TET) উত্তীর্ণ কোন চাকরিপ্রার্থীদের কপাল খুলল?

২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষবারের মতো প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফলাফল এখনও বেরোয়নি। তার আগ ২০২২ সালেও পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। দীর্ঘ ৫ বছর পর ২০২২ সালে পরীক্ষা হয়েছিল। এবার সেই বছর টেট পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগের তোরজোড় শুরু করা হল।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই জেলায় ডিপিএসসিদের থেকে কোথায় কত পদ ফাঁকা রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তালিকা চেয়ে পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর (School Education Department)। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে সরকার পূর্ববর্তী পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগ সম্পন্ন করতে চায় বলে খবর।

আরও পড়ুনঃ সঞ্জয়ের ‘খেল খতম’! আরজি কর কাণ্ডে বিরাট প্রমাণ হাতে পেল CBI! তুমুল শোরগোল

এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) একজন আধিকারিক বলেন, ‘২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের যাতে তাড়াতাড়ি নিয়োগ করা হয়, সেই বিষয়ে আমরা তৈরি। সরকারের তরফ থেকে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা আসলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে’।

West Bengal Board of Primary Education Primary TET

দীর্ঘ ৫ বছরের বিরতি শেষে ২০২২ সালে টেট (TET) পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বছর প্রায় ৭ লক্ষের কাছাকাছি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে পাশ করেছিলেন দেড় লক্ষের কাছাকাছি। এই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে আবার ডিএলএড পাশ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০,০০০ থেকে ৫০,০০০ মতো।

এরপর পরের বছর ফের পরীক্ষা (Primary TET) নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সেই পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে তার ফলাফল এখনও বেরোয়নি। এই দেরি প্রসঙ্গে পর্ষদের ব্যাখ্যা, নিয়োগ এবং ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল একই সময়ের মধ্যে বের করা হবে। এর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর