মাঝ পথেই বন্ধ হয়ে যাবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত? CBI-কে চিঠি পর্ষদের

বাংলা হান্ট ডেস্কঃ খরচ বহন করতে পারব না। সিবিআই-কে (CBI) চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। এর আগের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই চিঠি পর্ষদের।

মাঝ পথেই বন্ধ হয়ে যাবে দুর্নীতির তদন্ত? (Recruitment Scam)

প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগের মামলায় (Primary Recruitment Scam) ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ ছিল, ২০১৪ সালের প্রাথমিকের নষ্ট করা OMR এর ডিজিট্যাল কপিগুলোকে যে কোনও মূল্যে উদ্ধার করতে হবে।

বিচারপতি বলেছিলেন, এই বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই। বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করা হোক। তিনি আরও বলেছিলে এই মামলায় ওএমআর এর তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করতে যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, তারা এই খরচ দিতে পারবে না। এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে পর্ষদ। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দশের পরই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা।

Calcutta High Court

আরও পড়ুন: দমদমে ৩২৯, কামারহাটিতে ৩০৩! কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ? সব তালিকা দিল CBI

পাশাপাশি পর্ষদে তল্লাশি চালিয়ে মিলেছিল ৬টি হার্ড ডিস্ক যাতে ডিজিটালাইজড্ মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা ছিল। অবিলম্বে সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানোর কথা ছিল। কিন্তু এরই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বেঁকে বসল পর্ষদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর