তৃণমূল নাকি বিজেপি এগিয়ে কারা? উপনির্বাচনের ভোট গণনা শুরু হতেই তোলপাড় 

বাংলা হান্ট ডেস্কঃ গত ১৩ ই নভেম্বর পশ্চিমবঙ্গের ৫ জেলার ৬’টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপ নির্বাচন (By-Election)। আজ তারই ভোট গণনার পালা। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনকে (By-Election) প্রি-টেস্ট ধরেই চলছে রাজ্যের শাসক দোল। প্রসঙ্গত বিগত কয়েক মাসে বিশেষ করে আর জি কর কান্ডের পর থেকে রাজ্যে শাসকদলের ভাবমূর্তির ওপর ব্যাপক প্রভাব পড়েছে।

তৃণমূল নাকি বিজেপি উপনির্বাচনে (By-Election) এগিয়ে কারা?

সরকার বিরোধী স্লোগান দিয়ে পথে নেমেছিলেন শহরের বাসিন্দাদের একটা বড় অংশ। কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন চললেও ভোট বক্সে তার ফলাফল তার প্রভাব সম্ভবত পরবে না। প্রসঙ্গত চলতি মাসেই রাজ্যের যে ছয় বিধানসভা আসনের উপনির্বাচন (By-Election) সম্পন্ন হয়েছে সেগুলি হল সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়া।

ওই আসন গুলির মধ্যে পাঁচটিতে আগেই জয়লাভ করেছিল তৃণমূল। একটি ছিল বিজেপির দখলে। তাই সে দিক দিয়ে দেখতে গেলে প্রেস্টিজ ফাইটে  এগিয়ে রয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত সামনে আসা ভোট গণনা অনুযায়ী ৬-০ করার দিকে এগিয়ে চলেছেই ঘাসফুল শিবির। দেখা যাচ্ছে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে এগিয়ে চলেছে তৃণমূল।

প্রথম রাউন্ডের গণনা শেষে দেখা গিয়েছে বাংলায় ছয় বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভোট গণনার পাঁচ রাউন্ড শেষে সম্পন্ন হওয়ার পর ২৪ হাজারেরও বেশি ভোটে নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল তৃণমূল প্রার্থী সনৎ দে।  প্রসঙ্গত এই তৃণমূল প্রার্থীই নির্বাচনের দিন বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে  সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন।

আরও পড়ুন: আবাস তালিকা থেকে বাদ সবাই? জলপাইগুড়িতে যা হল…ঘটনা সামনে আসতেই হৈচৈ

অন্যদিকে হাড়োয়াতেও তৃণমূলের রবিউল ব্যবধান বাড়িয়ে ২২ হাজার লিড নিয়েছেন। এই পরিস্থিতিতে ভোট গণনার কেন্দ্রের মধ্যেই উঠছে জয় বাংলা স্লোগান। মাদারিহাটে তৃণমূল দশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। একই ছবি সিতাই-এর ভোট গণনা কেন্দ্রেও। তৃতীয় রাউন্ড শেষের পর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ৪০ হাজারেরও বেশি ভোটে।

By Po

অন্যদিকে বাঁকুড়ার তালড্যাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু প্রথম রাউন্ডের ভোট গণনার পর পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন।  প্রাথমিকভাবে ভোট গণনায় এগিয়ে যাওয়ার পরে তালডাংরায় তৃণমূল সমর্থকরা বাইক ব়্যালি শুরু করে দিয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর