কপাল খুলল সিভিক ভলেন্টিয়ারদের! বড় সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হতে চলছে। চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এবং দিঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের বেশ ভালো ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। যাতে সেই ভিড় সামাল দিতে কোনো সমস্যা না হয়, যাতে পূর্ণাথীরা ভালোভাবে মন্দির পরিদর্শন করতে পারে সেই জন্য এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)।

দিঘার জগন্নাথ মন্দিরে ১০০ সিভিক নিয়োগ | Civic Volunteers

দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের (Civic Volunteers) সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের এক সপ্তাহ আগেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য।

রাজ্য প্রশাসনের আশা এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে এর ফলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে ওডিশার পুরীর জগন্নাথধামের আদলে। মন্দির নির্মাণ করেছে হিডকো।

civic volunteers

এমনিতে পর্যটনকেন্দ্র হিসাবে দিঘা বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। এবার দিঘাকে ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী দিনে দিঘার মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হবে ইসকন কর্তৃপক্ষকে। এই বিষয়ে গত সপ্তাহেই সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী।

West Bengal CM Mamata Banerjee announcements after she visited Digha Jagannath Temple

আরও পড়ুন: RG Kar কাণ্ডে CBI তদন্তে একাধিক ‘মিসিং লিঙ্ক’! বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট! ঘুরবে মামলার মোড়?

হাতে মাত্র কয়েকদিন। দিঘার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, পরিবহণ, দমকল, তথ্য ও সংস্কৃতি— সমস্ত দফতরের মধ্যে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসাথে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X