‘নাম না করেই বাংলাদেশকে…’ জল-পাহারায় বিরাট নির্দেশ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে। তার আগেই সমস্ত খুঁটিনাটি বিষয়, নিজের চোখে খতিয়ে দেখতে গঙ্গাসাগরে গিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে এসেছেন মমতা। তার আগেই আসন্ন গঙ্গাসাগর মেলার নিরাপত্তার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনকে জল-পাহারায় গুরুত্ব দেওয়ার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জল-পাহারা নিয়ে বড় ঘোষণা মমতার (Mamata Banerjee)

নৌ-বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও এই বিষয়ে তাঁর কথা হয়েছে বলেই জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। একইসাথে নাম না-নিয়েই বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নৌ-বাহিনীকে বলেছি, একইসাথে উপকূলরক্ষী বাহিনীকেও বলতে হবে ও-দিক থেকে এ-দিকে যেন কোনও সমস্যা না তৈরী হয়। জলের দিকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি নজর দিতে হবে স্থল-আকাশ সব দিকেই। খেয়াল রাখতে হবে কেউ যাতে কোনও রকম ক্ষতি করতে না পারে।’

বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর স্থল-সীমান্তের নিরাপত্তা, বিএসএফ, অনুপ্রবেশ-সহ একাধিক বিষয়ে কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা মন্তব্য ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।

প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সাথে সাথে বৈঠক হয়েছে নৌ-বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর। জেলা পুলিশের এক কর্তা আশ্বস্ত করে জানিয়েছেন, প্রত্যেক বছর সাগরে নৌ-বাহিনী পাহারা দিলেও এ বার তার সঙ্গেই নজরদারিতে থাকছে জেলা পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও বিপদ-সঙ্কেত মেলেনি।

আরও পড়ুন: ‘কয়েকজন আছেন…’ প্রশংসার মাঝেই নাম না করে কাকে বিঁধলেন মুখ্যমন্ত্রী?

সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন পুলিশের সঙ্গে সব ধরনের বাহিনীর সমন্বয় রক্ষা করে কাজ করবে। তিনি জানিয়েছেন, ‘কড়া নিরাপত্তা-ব্যবস্থা রাখা হচ্ছে। সব রকম নজরদারি চলবে।’ প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার নিরাপত্তার জন্য বিভিন্ন  বাহিনীর মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও থাকছে দু’হাজারের বেশি সিসি ক্যামেরা, নজরদারি চলবে নজর-মিনার থেকেও।

Mamata Banerjee

পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য সব রাস্তার সঙ্গে বড়বাজার থেকে গার্ডেনরিচ হয়ে গঙ্গাসাগরে আসার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছে গাড়ির গতি যেন ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি  না করা হয়। ওই রাস্তায় বিভিন্ন সহায়তা বুথ থেকে এই নিয়ে ঘোষণাও করা হবে বলেই জানা গিয়েছে। গঙ্গাসাগর থেকেই এ দিন কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মমতা। সব মিলিয়ে ২১৪ কোটি টাকার প্রকল্পের  কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসাথে মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতুর কথাও বলেছেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর