বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির কাছে আবেগের আর এক নাম দার্জিলিং! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও বোধ হয় তার ব্যতিক্রম নয়। অনেকদিন পর পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন চলাকালীন সময়ে দার্জিলিংয়ের পৌঁছেই একেবারে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এমনিতে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে সারা বছর গুরু দায়িত্ব সামলান তিনি।
দার্জিলিংয়ে দুই তুষারচিতার নাম রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
আর এবার ব্যস্ততার ফাঁকেই উড়ে এসেছেন উত্তরবঙ্গ সফরে। পাহাড়ে এসেই এদিন সকাল সকাল দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ম্যালের দিকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই সোজা এসে পড়েন দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কের সামনে। সেখানে এসেই থমকে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী।
চিড়িয়াখানার দুই নতুন সদস্যকে দেখেই চোখ মুখ ঝলমল করে ওঠে তৃণমূল নেত্রীর। আসলে এদিন চিড়িয়াখানার হাজির দুই খুদে স্নো লেপার্ড-ই ছিল মুখ্যমন্ত্রীর এত আনন্দের আসল কারণ। এদিন চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী তাদের নামকরণও করে ফেলেন। জানা যায় ওই চিড়িয়াখানায় রাহালা এবং নাকা নামে যে তুষার চিতা দুটি রয়েছে, বুধবার তাদের দুই সন্তানেরই নাম রেখেছেন মুখ্যমন্ত্রী।
একজনের নাম ‘ডার্লিং’ আরেকজনের নাম চার্মিং। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে দুই তুষার চিতার নামকরণের পাশাপাশি এদিন ৪’টি রেড পান্ডারও নাম রেখেছেন মুখ্যমন্ত্রী। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের নামকরণ করে যাওয়ায় বেজায় খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষও। প্রসঙ্গত চিড়িয়াখানা সূত্রের খবর এই দুই নতুন সদস্য মিলে এখন এই চিড়িয়াখানায় মোট তুষারচিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। অন্যদিকে নতুন চারটি ছানার জন্ম দেওয়ার পর রেড-পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।
আরও পড়ুন: মনের সুখে দিচ্ছিলেন ছাপ্পা ভোট! হাতেনাতে ধরা পড়তেই আটক মাদারিহাটের BJP প্রার্থী
এদিন মুখ্যমন্ত্রী ওই চার রেড-পান্ডার নাম দিয়েছেন পাহাড়িয়া, ভিকট্রি, ড্রিম এবং হিলি। চিড়িয়াখানার এই পশুদের নামকরণের পাশাপাশি বুধবার সকালে হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন ম্যালের পাশের একটি মার্কেট কমপ্লেক্সে। এদিন তাঁকে দেখতেই রাস্তার ধারে উপচে পড়েছিল মানুষের ভিড়। এলাকার দোকানীদেরও খোঁজ-খবর নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
বেশ কিছু জিনিসও কেনাকাটা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী কে। ছোটদের হাতে হাতে চকলেট তুলে দিতেও দেখা যায় মাননীয়াকে। ম্যাল চত্বরে কেনাকাটার পাশাপাশি জনসংযোগও চলে সমান তালে। এরপর সেখান থেকেই হাঁটা পথে তিনি সোজা চলে আসেন রিচমন্ড হিলে। বুধবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন তৃণমূল নেত্রী। আজ দার্জিলিং ম্যালে সারস মেলার উদ্বোধন-ও করেছেন তৃণমূল নেত্রী।